‘উচ্চারণ’-এর সাংস্কৃতিক অনুষ্ঠান

চন্দন চট্টোপাধ্যায়ঃ

সিউড়ির সুপরিচিত আবৃত্তি চর্চাকেন্দ্র ‘উচ্চারণ’-এর বিশেষ বৈকালিক আবৃত্তি অনুষ্ঠান হয়ে গেল, গত ১২ জুন, কড়িধ্যায়, সংস্থার নির্মীয়মান ভবন প্রাঙ্গণে। রবীন্দ্রনাথ ও নজরুলের বিভিন্ন কবিতা আবৃত্তির ক্ষেত্রে সংস্থার কুশিলবদের বাচিক শিল্পে তাঁদের দক্ষতা ও পরিবেশন বৈচিত্র্যের পরিচয় দেন। নিঁখুত উচ্চারণ, প্রাঞ্জল প্রকাশশৈলী, সুমিষ্ট কণ্ঠস্বর ও কবিতা নির্বাচনে তাঁরা ভিড়ে ঠাসা শ্রোতাদের মন জয় করে ফেলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও অধ্যাপক তপন গোস্বামী, অধ্যাপিকা শৈলী গোস্বামী, নাট্যাভিনেতা উজ্জ্বল হক প্রমুখ। ‘ব্রততী পরম্পরা’র অন্যতম কর্ণধার শ্রবণা শীলের আবৃত্তি অনুষ্ঠানের মাধূর্যকে এক নতুন মাত্রায় পৌছে দেয়। আকণ্ঠ উপভোগ্যতা এনে দেয় শ্রবণা শীলের কণ্ঠে রবীন্দ্র-নজরুলের কবিতাগুলি। ছিল কয়েকটি গানের অনুষ্ঠানও। উপস্থিত ছিলেন চারপাশের এলাকার বহু বিশিষ্ট মানুষ। ‘উচ্চারণ’ সংস্থার কর্ণধার তথা বিশিষ্ট বাচিকশিল্পী বামদেব মুখোপাধ্যায় জানালেন, ‘সংস্থার প্রসার ও সমৃদ্ধি কল্পে আগামীদিনে আরও আকর্ষণীয় উদ্যোগ নেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *