
সেখ রিয়াজুদ্দিনঃ
রবিবার রাত্রি আটটা নাগাদ বীরভূম জেলার লোকপুর থানার ছোড়া গ্রামের বাগ্দী পাড়ায় আগুন লাগে। আগুনে গান্ধী বাগ্দী, মানিক বাগ্দী, বিশ্বনাথ বাগ্দী, বিষ্ণু বাগ্দী ও কৃষ্ণ বাাগ্দীর বাড়ী ভষ্মীভূত হয়ে যায়। বাড়ীগুলোর মধ্যে থাকা ১৩টি হাঁস, ৯বিঘা জমির মেশিনে কাটা ঝাড়াই ধান, ১টি ছাগল, ১ টি গরু সহ বাড়ীর অন্যান্য গৃহসামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন জানান কিভাবে আগুন লাগলো সঠিক ভাবে বলা যাবে না। তবে সম্ভবত ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান।


আগুন লাগার খবর চাউর হতেই প্রতিবেশী তথা রুপুষপুর গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপন বাগ্দী সহ স্থানীয় গ্রামবাসী এমনকি পার্শ্ববর্তী গ্রামের লোকজন ও ছুটে আসেন আগুন নেভানোর লক্ষ্যে। খবর দেওয়া হয় অগ্নিনির্বাপণ বিভাগে। ততক্ষণে গ্রামবাসীদের উদ্যোগে দুটি জল পাম্প লাগিয়ে আগুন নেভানোর মরিয়া চেষ্টা চালান। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ ভাবে নিভিয়ে যান। দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন লোকপুর থানার পুলিশ, রূপুষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর গড়াই সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

