
শম্ভুনাথ সেনঃ
শান্তিনিকেতনের পৌষমেলার মুখে বিশ্বভারতীর সমবায় ব্যাঙ্কের প্রাপ্য লভ্যাংশের দাবিতে আজ ১৭ ডিসেম্বর থেকে লগ্নিকারীদের বিক্ষোভ শুরু হয়েছে। তাঁর জেরে বন্ধ করে দেওয়া হল ব্যাঙ্কের কাজকর্ম। অভিযোগ ৭ বার বিজ্ঞপ্তি জারি করা সত্ত্বেও ৪ বছর ধরে হয়নি এই সমবায় ব্যাঙ্কের নির্বাচন। ফলে লগ্নিকারীরা তাদের প্রাপ্য লভ্যাংশ থেকে বঞ্চিত। কিন্তু ঋণের সুদ যথারীতি গুণতে হচ্ছে গ্রাহক ও লগ্নিকারীদের। উল্লেখ্য, ১৯২৭ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সময় বিশ্বভারতীতে স্থাপিত হয় সমবায় ব্যাঙ্ক৷ এই ব্যাঙ্কের বেশিরভাগ গ্রাহক ও লগ্নিকারী বিশ্বভারতীর কর্মী, আধিকারিক থেকে অধ্যাপক অধ্যাপিকারা। সমবায় ব্যাঙ্কে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে গ্রাহক ও লগ্নিকারীদের৷ এমনকি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি দিয়েছেন তারা। এদিন, প্রাপ্য লভ্যাংশের দাবি সহ দ্রুত নির্বাচন ও সঠিক পরিষেবা প্রদান করতে হবে এমন নানা দাবিতে শুরু হয় বিক্ষোভ। ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা, চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে ব্যাংক বন্ধ হয়ে গেলে অনেকেই অসুবিধায় পড়বেন। দু একদিনের মধ্যে লভ্যাংশ না পেলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।