
সেখ রিয়াজুদ্দিনঃ
প্রত্যন্ত বেশ কয়েকটি গ্রাম এলাকার মধ্যবর্তী রয়েছে লোহাপুর রেলস্টেশন। কিন্তু সমস্ত ট্রেন স্টপেজ না দেওয়ায় চরম অসুবিধার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। সেই প্রেক্ষিতে এলাকাবাসী জেলার ভূমিপুত্র তথা সাংসদ সাবিরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। সেই হিসেবে হাওড়া – আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস এবং গনদেবতা এক্সপ্রেস ট্রেন দুটিকে লোহাপুর স্টেশনে স্টপেজের দাবিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। চিঠিতে সাংসদ উল্লেখ করেন যে, “পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লোহাপুর নামে একটি স্টেশন রয়েছে। এটি বেশ কয়েকটি প্রত্যন্ত গ্রামের পার্শ্ববর্তী স্টেশন। গ্রামগুলিতে প্রায় ৫০,০০০ মানুষ রয়েছে যারা এই স্টেশনটির ওপর নির্ভর করেন যোগাযোগ ক্ষেত্র হিসেবে। উল্লেখ্য পোড়ামাটির নিদর্শনের জন্য এই জায়গাটি বিখ্যাত। এই অঞ্চলের বাসিন্দাদের অনুরোধ গণদেবতা এক্সপ্রেস এবং কবিগুরু এক্সপ্রেস এই স্টেশনে যেন স্টপেজ দেওয়া হয়। সাংসদ গ্রামবাসীদের আবদারে তথা সবার পক্ষ থেকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এই দুটি ট্রেনের লোহাপুর স্টেশনে স্টপেজ দেওয়ার অনুরোধ করেন। রেল দপ্তর বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে বলে সূত্রের খবর।

Generally I don’t read article on blogs, but I would like to say that this write-up very forced me to try and do it! Your writing style has been surprised me. Thanks, very nice post.