
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের তীর্থক্ষেত্র তারাপীঠের সেবায়েত তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রীর ভুল চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে আজ ২৬ ডিসেম্বর সন্ধ্যায় তারাপীঠে মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। তারাপীঠের পূর্বসাগর মোড় থেকে মিছিলটি শুরু হয়। তারাপীঠ বাজার পরিক্রমা করে পুনরায় পূর্বসাগর মোড়ে শেষ হয়। এদিন সন্ধ্যায় তারাপীঠ মন্দিরের সেবাইত, সাধু-সন্ন্যাসী সহ কয়েক হাজার সাধারণ মানুষ এই মিছিলে যোগ দেন। উল্লেখ্য, গত সোমবার রামপুরহাটে একটি বেসরকারি নার্সিংহোমে ভুল চিকিৎসায় মৃত্যু হয় তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়ের স্ত্রী সুজাতা মুখোপাধ্যায়। মৃত সুজাতা মুখোপাধ্যায় ছিলেন স্থানীয় সাহাপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য। এদিন ভুল চিকিৎসার কারণে মৃত্যুর প্রতিবাদে এই মিছিলে সরব হন এলাকার মানুষজন। তাদের অভিযোগ এই ঘটনায় প্রথমবার মৃত্যু নয় এর আগেও একাধিক বার এই নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু হয়েছে। প্রসঙ্গত এই নার্সিংহোমের মালিক হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক ডাঃ অশোক চট্টোপাধ্যায়। শাসক দলের বিধায়ক হওয়ার কারণে প্রভাব খাটিয়ে তিনি মীমাংসা করিয়ে ছাড়া পেয়ে যান। সুজাতা মুখোপাধ্যায়ের এই মৃত্যুতে এলাকার মানুষ হুঁশিয়ারি দেন বিধায়ককে।
