
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের অন্যতম নজর কারা ক্লাব দুবরাজপুর “মাদৃক সংঘ”। ২৫ ডিসেম্বর ক্লাবের ৬২ তম প্রতিষ্ঠা দিবস যথোচিত উৎসাহ ও উদ্দীপনায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। একই সঙ্গে এই দিনেই ক্লাবের প্রতিষ্ঠাতা সংঘগুরু নিমাই ওঝার ২৫ তম প্রয়াণ দিবস স্মরণ শ্রদ্ধায় পালিত হয়। এদিন সকাল দশটায় ‘মাদৃক সংঘ’ সাংস্কৃতিক ময়দানে ‘সংঘের’ গৈরিক পতাকা উত্তোলন করেন ক্লাবের সভাপতি অলোক উপাধ্যায়। সেই সঙ্গে ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত নিমাই ওঝার আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে সারাদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে ক্লাব প্রাঙ্গণে নিঃখরচায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের উদ্বোধন করেন স্থানীয় এক বিশিষ্ট চিকিৎসক শ্যামাপ্রসাদ মিশ্র।দুবরাজপুর মণিমহেশ হাসপাতালের বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা ২০৭ জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন। উল্লেখ্য, ১৯৬৩ সালে ক্লাবের প্রতিষ্ঠাতা নিমাই ওঝার নেতৃত্বে সক্রিয় সদস্যদের সহযোগিতায় গড়ে ওঠে “মাদৃক সংঘ”ক্লাব। দীর্ঘ জীবন তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরে ১৯৮৯ দুবরাজপুর পুরসভার নির্বাচিত পৌরবোর্ডে প্রথম চেয়ারম্যান হন। আমৃত্যু নিমাই ওঝা ছিলেন এই ক্লাবের সভাপতি। গত ২০০০ সালের এমন এক ২৫ ডিসেম্বর নিমাই ওঝা প্রয়াত হন। বর্তমানে ক্লাবের সদস্য সংখ্যা ২৪০ জন। সরকারি নিয়মে ক্লাবটি রেজিস্টিকৃত হয়েছে। বছরভর নানা সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে ক্লাবটি এগিয়ে চলেছে। সম্পাদক দেবাশীষ নন্দী জানিয়েছেন মাদৃক সংঘের নানা কর্মকাণ্ডের কথা। তাছাড়া এখানে গড়ে উঠেছে সংগীত একাডেমী। রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য স্বাস্থ্য চর্চার ব্যবস্থা। নিজস্ব সাংস্কৃতিক ময়দান ও মঞ্চ নির্মিত হয়েছে। খেলাধুলার চর্চায় দুবরাজপুর দরবেশ এলাকায় রয়েছে ক্লাবের নিজস্ব ফুটবল মাঠ। এদিন সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে সংঘ গুরু নিমাই ওঝার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ করেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা, পুরপ্রধান পীযূষ পাণ্ডে, উপ পুরপিতা মির্জা সৌকত আলি, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য সহ ক্লাব অনুরাগী বিভিন্ন বক্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদৃক সংঘের আত্মজন বিমল ওঝা।
