তারাপীঠ থেকে আগত রোগীর চিকিৎসা না করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ বিধায়ক অশোক চ্যাটার্জির নার্সিংহোমের বিরুদ্ধে

সেখ রিয়াজুদ্দিনঃ

রামপুরহাটের একটা বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ যে তারাপীঠ বাড়ি হওয়ার কারণে তাকে চিকিৎসা না করে তাড়িয়ে দেয়। বিবরণে প্রকাশ শনিবার সকালে তারাপীঠের এক গৃহবধূ অর্পিতা মণ্ডল শারীরিক চিকিৎসার জন্য রামপুরহাট আশা নার্সিংহোমে প্রাইভেট ডাক্তার দেখাতে নাম লেখান। তখন পর্যন্ত সব ঠিক ছিল।বাধ সাধলো যখন গ্রামের নাম জিজ্ঞাসা করা হয়। গৃহবধূর অভিযোগ করেন, ঠিকানা তারাপীঠ বলতেই একবারে তেঁতে উঠেন এবং খারাপ ব্যবহার করেন কর্তব্যরত নার্সিংহোমের কম্পাউন্ডার সহ অন্যান্য কর্মীরা। তার আরও অভিযোগ, তারাপীঠের কোন রোগীর চিকিৎসা এই নার্সিংহোমে হবে না বলে পরিস্কারভাবে জানানো হয় নার্সিংহোমের পক্ষ থেকে। এরপরেই গৃহবধু ফোন করে তার স্বামীকে বিষয়টি জানাতেই তারাপীঠ সহ চতুর্দিকে আগুনের মতো ছড়িয়ে পড়ে খবরটা। মুহুর্তের মধ্যে তারাপীঠ থেকে রোগীর আত্মীয়স্বজন সহ স্থানীয় বাসিন্দারাও নার্সিংহোমের সামনে এসে জমায়েত হয় এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরবর্তীতে ঘটনার বিস্তারিত বিবরণ সহকারে গৃহবধূ অর্পিতা মণ্ডল রামপুরহাট থানায় উক্ত নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও বেসরকারি হাসপাতালের কর্মরত স্টাফ এবং ডাক্তার বাবু এই অভিযোগ অস্বীকার করেন। উল্লেখ্য সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় তার স্ত্রী সাহাপুর গ্রাম পঞ্চায়েতের তৃনমূলের টিকিটে নির্বাচিত সদস্যা সুজাতা মুখোপাধ্যায়ের অপারেশন করার সময় উক্ত নার্সিংহোমে মৃত্যু হয়। সেক্ষেত্রে হাসান বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা উক্ত নার্সিংহোমের কর্ণধার ডাক্তার অশোক চ্যাটার্জির বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে। এমনকি তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের রোগী চিকিৎসা না করে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে অনুমান স্থানীয় মানুষজন সহ তারাপীঠ এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *