
দীপককুমার দাসঃ
আবৃত্তি ও সঙ্গীত অনুশীলন কেন্দ্র আলাপ এর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদনে। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। সূচনা পর্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বাবুন চক্রবর্তী, চিত্র শিল্পী তথা চিত্র সাংবাদিক তাপস বন্দ্যোপাধ্যায় ও বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব উজ্জ্বল হক।


আলাপ আবৃত্তি ও সঙ্গীত অনুশীলন কেন্দ্রের বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা আবৃত্তি, সঙ্গীত ও শ্রুতিনাটক পরিবেশন করে। আলাপ এর কর্ণধার ইন্দ্রনীল চক্রবর্তীর সঙ্গীত পরিচালনায় বাংলা গানের স্বর্ণযুগের সঙ্গীত শিল্পী সলিল চৌধুরী, শচীন দেব বর্মন, গীতা দত্ত, জটিলেশ্বর মুখ্যোপাধ্যায়ের সৃষ্টিকে সুন্দর ভাবে পরিবেশন করেন আলাপ এর শিল্পীরা।বাচিক ও সঙ্গীত শিল্পীদের কলতানে মুখরিত হয়ে ওঠে সিউড়ির রবীন্দ্র সদন। মিষ্টি সুরের মূর্ছনায় মুগ্ধ হয় শ্রোতারাও।

