
দীপককুমার দাসঃ
সিউড়ির সেচ কলোনীর মাঠে চলছে দ্বাদশ নৃত্য ও গান মেলা। আজ মঙ্গলবার শেষ দিনের সন্ধ্যায় ছিল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এবছর সুরকার ও গীতিকার সলিল চৌধুরী, রবীন্দ্র সংগীত শিল্পী সুচিত্রা মিত্র ও কণিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষ। এদিন তাদের গান ও নৃত্যের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

সঙ্গীত শিল্পী শান্তব্রত নন্দনের পরিচালনায় এক হাজার সঙ্গীত শিল্পী একসাথে গলা মেলান। পাশাপাশি একহাজার বিভিন্ন বয়সের নৃত্যশিল্পীদের নৃত্য অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। একহাজার সঙ্গীত শিল্পী ও একহাজার নৃত্য শিল্পী মোট দুইহাজার জনের সঙ্গীত ও নৃত্যের যুগলবন্দিতে মুগ্ধ হন উপস্থিত মানুষজন। শেষে রাজ্য সঙ্গীত ও জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়েই শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষ হয়। উদ্যোক্তাদের মধ্যে বরুণ দাস জানান, সহস্র কন্ঠে সঙ্গীতের সঙ্গে সহস্র নৃত্য শিল্পীর নৃত্যের এই অনুষ্ঠান জেলার বুকে প্রথম। জেলার বিভিন্ন প্রান্তের সঙ্গীত ও নৃত্য শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেন।
