বিপিন পালঃ
“রক্তদান জীবন দান” আসুন আমরা সবাই একসাথে রক্তদান করি।
পশ্চিমবঙ্গ সরকারের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায়, বীরভূম জেলা পুলিশের সৌজন্যে খয়রাশোল থানা পুলিশের আয়োজনে ১৪ জুন, মঙ্গলবার আন্তর্জাতিক রক্তদান দিবসে খয়রাশোল থানা চত্বরে “উৎসর্গ” রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৩১জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে খয়রাশোল থানা পুলিশ, সিভিক ভলান্টিয়ারেরা রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডি এস পি( ক্রাইম) ফিরোজ হোসেন, সি আই দুবরাজপুর মাধব চন্দ্র মন্ডল, খয়রাশোল থানার ও সি সঞ্চয়ন ব্যানার্জী, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, সমাজসেবী মাধব চন্দ্র লাহা, প্রদীপ মন্ডল, সৌগত মুখার্জী, সত্যম গোপ সহ খয়রাশোল থানার পুলিশ আধিকারিকেরা, সিভিক ভলান্টিয়ারেরা ও বিশিষ্টজনেরা। খয়রাশোল থানা পুলিশের এহেন সমাজসেবামূলক কাজের জন্য এলাকার বিশিষ্টজনেরা ও সাাধারন মানুষেরা সাধুবাদ জানিয়েছেন। বিশিষ্টসমাজসেবী মাধব লাহা বলেন শুধু রক্তদান শিবির নয়, থানা চত্বরে গাছ লাগানো, নব নির্মিত গেট, ফুল গাছ দিয়ে থানা চত্বর সাজানো, বিদ্যাসাগর মহাশয়ের মূর্তির চাতাল সংস্কার দুঃস্থ এবং কৃতী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য সহ বেশ কিছু সমাজসেবামূলক কাজের জন্য খয়রাশোল থানার ও সি সঞ্চয়ন ব্যানার্জী ভূয়সী প্রশংসার পাত্র। খয়রাশোল থানার এল সিভিক কল্যাণী ঘোষ মন্ডলের মেয়ে খয়রাশোল গ্রামের তথা নাকড়াকোন্দা বিদ্যালয়ের ছাত্রী মেঘা মন্ডল উচ্চমাধ্যমিকে ৪৬৩ নম্বর শতকরা ৯২ শতাংশ পেয়ে এলাকায় নজর কাড়ে, তারই পরিপ্রেক্ষিতে খয়রাশোল থানার ও সি সঞ্চয়ন ব্যানার্জী মেঘার হাতে ১০০০১ টাকা (দশ হাজার এক) তুলে দেন। ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করেন ডি এস পি (ক্রাইম) ফিরোজ হোসেন।