পীযূষ মন্ডলঃ
১৫ জুন বীরভূমের মহম্মদবাজার থানার ভাড়কাটা গ্রাম পঞ্চায়েতের ২০টি ICDS সেন্টারের কিশোরীদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিলো। প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন এর ব্লক কো-অরডিনেটর ও ভাড়কাটা পঞ্চায়েত প্রধান সুপ্রিয়া সাহা ছাড়াও অন্যান্য সহযোগী কর্মীরা। শিবিরের শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান সুপ্রিয়া সাহা৷ এছাড়াও উপস্থিত ছিলেন মহম্মদবাজার থানার আধিকারিক তাপাই বিশ্বাস, সিউড়ী মহিলা থানার IC মিতা চক্রবর্তী, SAG -KP Project Co-Ordinator হৃদয় কুমার সিংহ, ICDSকর্মী সঞ্চিতা খাতুন সহ অনেকে৷ শিবিরে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে আলোচনা করেন মহঃবাজার থানার আধিকারিক তাপাই বিশ্বাস। সিউড়ী মহিলা থানার IC মিতা চক্রবর্তী নারী ও শিশু পাচার, মোবাইলের ব্যবহার, গার্হস্থ্য হিংসা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা।করেন। VLCPC কী? এর কাজ কী হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন SAG-KP Project Co-Ordinator হৃদয় কুমার সিংহ। কিশোরীদের সামনে তুলে ধরা হয় পরিষ্কার পরিছন্ন করে নিজেরা সুস্থ সমাজ গড়বো।