
উত্তম মণ্ডলঃ
একটানা নয়দিনের রামকথা শুরু হলো রাজনগরে। চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। স্থানীয় ব্যবসায়ী নিশীথ গঁরাইয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রামকথা পরিবেশ করতে বৃন্দাবন থেকে এসেছেন শ্রীচৈতন্য পার্ষদ সনাতন গোস্বামীর অধ:স্তন পুরুষ রাজেশ কিশোর গোস্বামী। অনুষ্ঠানটি আয়োজিত হচ্ছে রাজনগর ডাকবাংলো পাওয়ার হাউস সংলগ্ন হনুমান মন্দির এলাকায়।

৪ জানুয়ারির সকালে সুসজ্জিত ১০৮ জন মহিলার কলস যাত্রা দিয়ে শুরু হয় অনুষ্ঠানের সূচনা। খোলা গাড়িতে ভক্তদের সঙ্গে শোভাযাত্রায় ছিলেন রামকথা প্রবক্তা রাজেশ কিশোর গোস্বামী। এরপর বিকেল সাড়ে তিনটে নাগাদ শুরু হয় মূল অনুষ্ঠান রামকথা। শীতের কামড় উপেক্ষা করে স্থানীয় ভক্ত ছাড়াও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও বিভিন্ন বয়সী বহু মানুষ হাজির ছিলেন এই অনুষ্ঠানে।
