
শম্ভুনাথ সেনঃ
পথ দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী প্রাণে বাঁচলেও আগুনে পুড়ে ছাই হলো, মোটরবাইক ও ট্রাক। ঘটনাটি ঘটেছে ৪ জানুয়ারী বীরভূমের ইলামবাজার-দুবরাজপুর রাজ্য সড়কে ঘুড়িষা সংলগ্ন খাদিমপুকুর মোড়ে। ইলামবাজার থেকে দুবরাজপুর যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর বাইক একটি ট্রাকের নীচে পড়ে যায়। চলন্ত ট্রাকটি কিছুদূর মোটর বাইকটিকে টানতে টানতে নিয়ে যায়। বাইকে থাকা দুজন আরোহী ছিটকে রাস্তার পাশে পড়লে প্রাণে বেঁচে যায়।

তবে বাইকে থাকা পেট্রোলের সংঘর্ষে ১৬ চাকার ট্রাকটিতে আগুন ধরে গেলে দাউ দাউ করে জ্বলতে থাকে। তড়িঘড়ি স্থানীয় মানুষজন ছুটে এলেও আগুন নেভাতে পারেনি। স্থানীয় মানুষ ইলামবাজার থানায় খবর দেয়। পুলিশি তৎপরতায় সাথে সাথেই দমকল বিভাগকে খবর দেওয়া হয়। অনতিবিলম্বে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে ট্রাকটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ১৬ চাকার ট্রাকটি ৭০ শতাংশ পুড়ে ছাই হয়ে গেছে। বাইকের দুই আরোহীকে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।