
শম্ভুনাথ সেনঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ ৫ জানুয়ারী জন্মদিন পালনের উপলক্ষে বীরভূমের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতা-কর্মীদের নানা কর্মসূচি ৷ বীরভূমের তন্ত্রক্ষেত্রে তারাপীঠ মন্দিরে মুখ্যমন্ত্রীর নামে পুজো দেওয়া হয়৷ পঞ্চপীঠের বীরভূমে অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায় মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পুজো দেন বীরভূমের জেলা সভাধিপতি ফায়জুল হক ও তার অনুগামীরা। উল্লেখ্য, ১৯৫৫ সালের এমন এক ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এবার তাঁর ৭০ তম জন্মবার্ষিকী ঘিরে দলীয় কর্মীদের মধ্যে ছিল এক আলাদা উন্মাদনা। কঙ্কালীতলায় মুখ্যমন্ত্রীর নামে কেক কেটে জন্মদিন পালন করা হয়। জন্মদিনকে স্মরণীয় করতে এলাকার কয়েক হাজার দুঃস্থদের হাতে তুলে দেওয়া হয় কম্বল ও শীতবস্ত্র। এদিন উপস্থিত ছিলেন নানুরের বিধানসভার বিধায়ক সহ কঙ্কালীতলা এলাকার তৃণমূল নেতৃত্ব।