বীরভূমের শিবপুর মৌজার জমিহারা কৃষকদের বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন সিউড়ীতে

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলার বোলপুরের শিবপুর মৌজার জমিহারা কৃষক সংগ্রাম মঞ্চ আজ ৬ জানুয়ারী বিভিন্ন দাবিতে জেলা সমাহর্তার কাছে ডেপুটেশন দেন। উল্লেখ্য, ২০০০-২০০১ সালে শিল্প করার জন্য তৎকালীন বামফ্রন্ট সরকার বোলপুর সংলগ্ন শিবপুর মৌজায় অন্ততঃ ৩০০ একর কৃষিজমি অধিগ্রহণ করে। সেই সময় জমিদাতা প্রান্তিক কৃষকদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বড় শিল্প হাব হবে। জমিদাতারা অনেকেই কাজ পাবেন। সেই প্রতিশ্রুতিতে অনেক চাষি জমি দিলেও আজও সঠিক দাম পায়নি, অনেকে ক্ষতিপূরণের টাকাও পাননি বলে অভিযোগ। ২০১১ সালে রাজ্যে পালাবদলে শাসন ক্ষমতায় আসে তৃণমূল। ২০১৫ সালের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন শিবপুরে গীতবিতান আবাসন, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, ক্ষুদ্র বাজার এবং আইটি হাব করবে সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে পরেই কাজ শুরু হয় প্রকল্পগুলির। বর্তমানে বেশকিছু প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। কিন্তু শিবপুর মৌজার জমিদাতা কৃষকেরা প্রথম থেকে দাবি করে এসেছেন, শিল্পের জন্য অধিগৃহীত জমিতে আবাসন করা যাবেনা। কর্মসংস্থানমুখী শিল্প গড়ার দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরেই বহু আন্দোলন-বিক্ষোভ করেছেন বলে সাংবাদিকদের জানান আন্দোলনের নেতৃত্ব দেওয়া এক জমিদাতা মির্জা জসীমউদ্দীন। কয়েকজন আন্দোলনকারীকে ‘মিথ্যা মামলা’য় জড়ানো হয় বলে অভিযোগ ওঠে। এর পর আন্দোলন সাময়িক ভাবে থিতিয়ে পড়ে। আজ জমি দাতারা পুনরায় আন্দোলনে নামেন। শিল্পের নামে অধিগ্রহণ করা জমিতে শিল্প করা এবং চাকরির দাবি তোলেন তারা। এই বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দেন মির্জা জসিমউদ্দিন,শৈলেন মিশ্র,তপন সাহা প্রমুখ।

ছবিঃ মোহাম্মদ আমিন নাশীদ, সিউড়ি, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *