
সেখ রিয়াজুদ্দিনঃ
ভারত সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রনালয়ের আর্থিক সহায়তায় ও সিউড়ী নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এবং দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহার ব্যবস্থাপনায় এদিন বৃহস্পতিবার খয়রাশোল বিধায়কের কার্যালয়ে স্থানীয় ব্লক একাকার গ্রামীন মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ৪৫ দিনের কর্মশালা শিবিরের শুভ উদ্বোধন করা হয়। কর্মশালায় ৩৫ জন মহিলা স্বনির্ভরতার লক্ষ্যে অংশগ্রহণ করেন। উল্লেখ্য দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা কিছুদিন আগে দিল্লিতে গিয়ে ভারত সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রনালয় দপ্তরের মন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন এবং একটা চিঠিও দিয়েছিলেন যে,দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে নারী শক্তি সশক্তিকরনের উদ্দেশ্যে মহিলাদের কে ট্রেনিং দিয়ে সাবলম্বী করার ব্যাপারে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে ঐ দপ্তর থেকে জেলা দপ্তরে চিঠি আসে। সেই মোতাবেক বিধায়কের সহযোগিতায় খয়রাসোল ব্লক এলাকার ৩৫ জন মহিলা কে চিহ্নিত করে রেডিমেড গার্মেন্টস ও হস্তশিল্পের প্রশিক্ষণ শিবিরে ডাক দেওয়া হয়। আত্মনির্ভরশীল ভারত গড়ার লক্ষ্যে এটি একটি কর্মসূচি বলা যেতে পারে। ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে যে যে করনীয় তা করার ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে শুরু করে ভারত সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রনালয়ের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের সহযোগিতা বা পাশে থাকার কথা বলেন উপস্থিত অতিথিগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, এম এস এম ই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, সিউড়ি ব্রাঞ্চ ঋত্বিক বিশ্বাস, খয়রাসোল ইউকো ব্যাংকের ম্যানেজার ধবলেশ্বর শেঠী, সিউড়ি নবদিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি সুজিত কুমার মন্ডল, স্থানীয় সমাজসেবী অনুপম বাগ সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন প্রসার ভারতীর জেলা সংবাদদাতা শম্ভুনাথ সেন।
