
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি তিলপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় আজ ৯ জানুয়ারী বিকেলে পুলিশি তৎপরতায় একটি গরু পাচার চক্র ধরা পড়ে। রামপুরহাট থানা সংলগ্ন এলাকায় নাকা চেক পোস্টে যাওয়ার সময় পুলিশ আধিকারিকরা একটি গরু বোঝাই বোলেরো পিক আপ ভ্যান (207) দেখতে পায়। ৭ জন দুর্বৃত্ত অতিরিক্ত গতিতে সিউড়ির দিকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের তৎপরতায় ধরা পড়ে। পুলিশকে দেখে তারা ওই গাড়ি থেকে পালানোর চেষ্টা করছিল। পুলিশ সূত্রে খবর ২৬ টি গরু ওই গাড়ি থেকে উদ্ধার করা হয়। যা দুটি পৃথক বাঙ্কার দিয়ে গাড়ির ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। ধরা পড়ার পর তাদের প্রশ্ন করা হলে যথাযথ উত্তর দিতে পারেনি, এমনকি বৈধ কাগজপত্র ছিল না। এই গবাদি পশুগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। তাদের মধ্যে ২ জন পালিয়ে গেলেও ৫ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে গাড়ি সহ গরুগুলিকে আটক করে সিউড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
