
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারইতে এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়। মেয়ের বাপের বাড়ির আত্মীয় পরিজনদের অভিযোগ তাকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে। উল্লেখ্য, মুরারই এক নম্বর ব্লকের পলসা গ্রাম পঞ্চায়েতের দুলান্দি গ্রামের নসিলা খাতুনের বিয়ে হয় সন্নিহিত ডুমুরগ্রাম গ্রাম পঞ্চায়েতের ভুসনা গ্রামে। আজ ১০ জানুয়ারী সকালে তার শ্বশুরবাড়ি লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় মুরারই গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এই হাসপাতালে চিকিৎসা চলাকালীন নসিলার মৃত্যু হয়। এই ঘটনায় মেয়ের বাড়ির পক্ষ থেকে বিষ খাইয়ে তাদের মেয়েকে মেরে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলে। তাদের অভিযোগের ভিত্তিতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রামপুরাট গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম