বীরভূমের বোলপুর উচ্চ বিদ্যালয়ের তিন দিনের আনন্দমেলার সূচনা

শম্ভুনাথ সেনঃ

শতাব্দী প্রাচীন বীরভূমের বোলপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল ৯ জানুয়ারী ৩ দিনের বার্ষিক অনুষ্ঠান ও আনন্দমেলার সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলেরই প্রাক্তনী তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বোলপুর পুরসভার সভাপতি পর্ণা ঘোষ সহ বিভিন্ন ব্যক্তিত্বরা। প্রথমেই‌ মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এই তিনদিনের উৎসবকে ঘিরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের দেওয়াল পত্রিকা ‘সৃজনী’র উদ্বোধন ও বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান বলেন, সারা বছর পড়ুয়ারা বইমুখী হয়ে থাকে। তাই স্কুলের এই উৎসবে পড়ুয়ারা পড়াশোনার পাশাপাশি তাদের নাচ, গান, ছবি আঁকা, নাটক, কুইজ, প্রতিযোগিতা এমন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে তিন দিন ধরেই উৎসব চলবে। এছাড়া বিদ্যালয়ের প্রাক্তনীদের নিয়ে সমাবেশ ও আনন্দমেলা আয়োজন করা হয়েছে। মেলায় পড়ুয়ারা নিজেদের তৈরি হস্তশিল্প সামগ্রী নিয়ে প্রদর্শনীর পাশাপাশি বিকিকিনি করবে। উল্লেখ্য আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে বোলপুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তনীদের ত্রয়োদশ বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হবে। প্রাক্তনীদের পক্ষে এ তথ্য জানিয়েছেন উৎসব কমিটির সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *