
শম্ভুনাথ সেনঃ
উচ্ছেদ করতে এসে রেল পুলিশ প্রচন্ড বিক্ষোভ ও বাধার মুখে পড়েন। বচসা বাধে ফুটপাত ব্যবসায়ীদের সঙ্গে। ব্যবসায়ীরা গো ব্যাক স্লোগান দিলে শেষ পর্যন্ত পিছু হটে রেল পুলিশ। এমন ঘটনায় সমাধান করতে ঘটনাস্থলে হাজির হন স্বয়ং পুরপ্রধান। ঘটনাটি বীরভূমের রামপুরহাটে। ১০ জানুয়ারী, বেলা ১১ টা নাগাদ বীরভূমের রামপুরহাটে রেলের জায়গায় থাকা অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে আসে রেলপুলিশ। তখনই রুখে দাঁড়ান ফুটপাত ব্যবসায়ীরা। রেল পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পরেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রামপুরহাট পুরপ্রধান সৌমেন ভকত। তিনি রেল আধিকারিকদের সাফ জানিয়ে দেন পুরসভার ও রেলে জায়গা পরিমাপ করে আইন অনুযায়ী জায়গা ছেড়ে রেল তাদের জায়গা ঘিরতে পারে। সমস্যা সমাধানে রেল আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন রামপুরহাট পুরপ্রধান। জরিপ করার পরে এই সমস্যার নিষ্পত্তি হবে বলে জানা গেছে।