জাতীয় কংগ্রেসের উদ্যোগে বীরভূমের রামপুরহাটে সংবিধান রক্ষার দাবিতে পদযাত্রা

শম্ভুনাথ সেনঃ

ভারতের সংবিধান রক্ষার দাবিতে জাতীয় কংগ্রেস বীরভূমের রামপুরহাটে আজ ১১ জানুয়ারী এক পদযাত্রার আয়োজন করে। প্রথমেই বেলা ১০ টা নাগাদ রামপুরহাটের একটি অনুষ্ঠান ভবনে বীরভূম জেলা কংগ্রেসের নেতৃত্বে একটি দলীয় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং, জাতির জনক মহাত্মা গান্ধী, সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সদস্যরা। এদিন দলীয় সভায় বর্তমান পরিস্থিতিতে দলের সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিস্তারিত আলোচনা করেন জেলা নেতৃত্ব। তারপর সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংবিধান রক্ষায় সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে শুরু হয় পদযাত্রা। এই পদযাত্রায় জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান এমন শ্লোগান ওঠে। সেইসঙ্গে কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকারকে ধিক্কার জানানো হয়। AICC র নির্দেশ মোতাবেক এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জেলা সভাপতি মিল্টন রশিদ জানিয়েছেন। রামপুরহাট বাসষ্ট্যান্ড থেকে ভাঁড়শালা মোড় পর্যন্ত এই মিছিলে পা মেলান দলীয় নেতৃত্বের সাথে কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মিল্টন রসিদ, জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা, চঞ্চল চ্যাটির্জী, তরুণ ঘোষ, জেলা পরিষদের বিরোধী দলনেতা ও অধ্যক্ষ সাব্বির হোসেন সহ দলের মহিলা এবং যুব কংগ্রেস জেলা সভাপতি, ব্লক ও বুথ স্তরের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *