মেহের সেখঃ
১৬ জুন, বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের DDE বিল্ডিং-এ কবি কুমুদরঞ্জন মল্লিক স্মারক বক্তৃতায় “থিয়েটারের কাব্যভাষা” বিষয়ে মনোজ্ঞ আলোচনা করলেন নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ নিমাইচন্দ্র সাহা কবি কুমুদরঞ্জন মল্লিক সম্পর্কে অজানা কিছু কথা বলে “থিয়েটারের কাব্য ভাষা” — শীর্ষক আলোচনা সভার শুভ সূচনা করেন। উক্ত আলোচনাসভায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তিনশোর বেশি গবেষক /গবেষিকা, ছাত্র /ছাত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ অরিন্দম চট্টোপাধ্যায়, অধ্যাপক ডঃ শিবব্রত চট্টোপাধ্যায়, অধ্যাপিকা ডঃ সঙ্গীতা সান্যাল, অধ্যাপক ডঃ রমেনকুমার সর, অধ্যাপক ডঃ উদয়চাঁদ দাশ, অধ্যাপক ডঃ অলোককুমার চক্রবর্তী, অধ্যাপিকা ডঃ অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক ডঃ শ্যামল চন্দ্র দাস, অধ্যাপক ডঃ মলয় রক্ষিত ,অধ্যাপিকা ডঃ শ্রাবণী বসু প্রমুখ।