
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের জয়দেব কেন্দুলি সংলগ্ন অজয় নদে পুণ্যস্নানে নেমে গতকাল তলিয়ে যায় দুই তরতাজা কিশোর। তবে আজ ১৫ জানুয়ারি ১৯ ঘন্টা পর ডুবুড়ির মাধ্যমে একজনের দেহ উদ্ধার হয়েছে। যদিও পরিবারের বিক্ষোভের পর উদ্ধার কাজে তৎপর হয় পুলিশ। আর এক কিশোরের খোঁজে জোর তল্লাশি চলছে। উল্লেখ্য, ১৪ জানুয়ারী, মঙ্গলবার বিকেলে মকর স্নানের উদ্দেশ্যে অজয় নদে নেমে রাহুল রায় (১৫) ও শুভম মণ্ডল (১৭) এই দুই কিশোর তলিয়ে যায়। তাদের বাড়ি দুর্গাপুর থানার চাষিপাড়া সংলগ্ন টালিগঞ্জ এলাকায়।

দুপুরে দুর্গাপুর থেকে তিন বন্ধু মিলে কেন্দুলির পশ্চিম পাড়ে শিবপুরের অজয় নদে পুণ্যস্নানের জন্য আসে তাঁরা। তারপরেই স্নানের জন্য পাড়ে জামা প্যান্ট খুলে গামছা পরে নদে নামে। সাঁতার না জানায় অজয়ের জলে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। উদ্ধারকারী দল দেরিতে পৌঁছানোর জন্য ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন।আসানসোল দুর্গাপুর পুলিশের নেতৃত্বে ডুবুরির দল উদ্ধারের কাজ শুরু করে। তলিয়ে যাওয়া দুই পরিবারের লোক ঘটনাস্থলে এসে বিক্ষোভ দেখায়। দেহ উদ্ধার করতে বিলম্ব নিয়ে তাঁরা ক্ষোভ উগড়ে দেন। শেষ পর্যন্ত আজ বেলা ১১.৩০ নাগাদ শিবপুরের রাউতঘাট থেকে উদ্ধার হয় রাহুলের দেহ। তাকে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুভমের দেহ উদ্ধারে জোর তল্লাশি চলছে।
