
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মহম্মদ বাজারে গড়ে ওঠা ডেউচা-পাঁচামি কোল ব্লকে জমি দাতাদের পুনর্বাসন প্রকল্পে ধাপে ধাপে দেওয়া হচ্ছে সরকারি চাকরির নিয়োগ পত্র। বীরভূমের সিউড়ীতে জেলা শাসকের সভাকক্ষে আজ ১৬ জানুয়ারী দুপুরে মুখ্যমন্ত্রী ঘোষিত “মানবিক প্যাকেজের” আওতায় ডেউচা-পাঁচামী কোল ব্লকে জমিদাতাদের ১৮ জনকে সরকারি চতুর্থ শ্রেণীর (গ্রুপ ডি) চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়। উল্লেখ্য, বিভিন্ন কারণে এলাকায় সম্পূর্ণ জমি একসাথে সরকারিভাবে অধিগ্রহন করা হয়নি। কোথাও বা কাগজ-কলমে ডিস্ পুট ছিল, কারো বা মনোনীত প্রার্থীর বয়স ১৮ হয়নি, কেউ কেউ প্রথমে জমি দিতে চাইনি এমন বিভিন্ন কারণের জন্য ধাপে ধাপে এই চাকরি দেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। এ পর্যন্ত ১৬ টি লটে পুনর্বাসনের জন্য কাগজপত্র পাঠানো হয়েছে। প্রায় দেড় হাজার জনকে ইতিমধ্যেই চাকরিও দেওয়া হয়েছে বলে জেলাশাসক জানান। ১৮ বছরের কম বয়সী ৩২ জনকে মাসিক ১০,০০০/- টাকা সহায়ক ভাতা প্রদান করা হয়। যে সকল জমিদাতারা স্বেচ্ছায় জমি দিয়েছেন তাদেরই পুনর্বাসনের নিমিত্তে এই চাকরি দেওয়া হচ্ছে। আগামী দিনে আরও কিছু মানুষকে চাকরি দেওয়া হলে বলে জেলা শাসক এদিন সাংবাদিকদের জানিয়েছেন। চাকরি পেয়ে কিছু মানুষ খুশি ব্যক্ত করেন। জমি দিয়েছেন অথচ যাদের বয়স এখনো উত্তীর্ণ হয়নি তাদের ১৮ বছর বয়স হলে এই প্রকল্পে তাদেরও সরকারি চাকরিতে বহাল করা হবে বলে জানানো হয়।