
সেখ রিয়াজুদ্দিনঃ
সিঞ্চন এডুকেশন এন্ড রুরাল এন্টারপ্রেনিয়রশিপ ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ১৫ জানুয়ারি মহম্মদবাজার ব্লকের কাপিষ্টা পঞ্চায়েতের কদমপুর গ্রামে প্রকৃতির আভা ওরগানিক ইনিটিয়েটিভ চত্ত্বরে আদিবাসীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদ্য শেষ হয়েছে আদিবাসী সম্প্রদায়ের বাদনা পরব। সেই পরবের রেশ ধরেই মূলত এলাকার আদিবাসীদের নিয়ে ধামসা মাদল সহকারে নাচগানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পাশাপাশি আদিবাসী ফুড ফেস্টিভ্যাল ও অ্যানুয়াল এক্সিবিশন পালন করা হয়। এখানে চাষীদের উৎপাদিত বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী দিয়ে স্টল সাজানো হয়। সাথে সাথেই আদিবাসীদের অন্যান্য খাবার গুলোর মধ্যে যেসব গুনাগুন রয়েছে সেধরনের খাদ্যগুলোও স্টলের মধ্যে স্থান পেয়েছে। দৈনন্দিন জীবনে যে সমস্ত খাদ্যসামগ্রী খেতে অভ্যস্ত সেধরনের খাবারের স্টল এবং নিজেদের আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে ধামসা মাদলের তালে নৃত্য গানের অনুষ্ঠানে যোগদান করে যেন সেই বাদনা পরবে সামিল হওয়ার চিত্র লক্ষনীয়।


এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাসিনি মুর্মু , সিঞ্চন এডুকেশন এন্ড রুরাল এন্টারপ্রেনিয়রশিপ ফাউন্ডেশনে তরফ থেকে প্রজেক্ট ডাইরেক্টর শুভজিৎ চক্রবর্তী, কর্মী রাজীব ঘোষ, রথীন সাহা,সমাজসেবী কালী প্রসাদ ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। অংশগ্রহণকারী আদিবাসী নাচ ও গানের দলকে পুরস্কৃত করে তাদের উৎসাহ প্রদান করা হয় বলে সংগঠনের পক্ষে জানা যায়।