আরএসএস প্রধান মোহন ভাগবতের অসাংবিধানিক কথাবার্তায় তাঁর কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ সভা বীরভূমে

শম্ভুনাথ সেনঃ

আর, এস, এস, প্রধান মোহন ভাগবত দেশের স্বাধীনতা দিবস নিয়ে যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক এবং দেশবিরোধী। তিনি বলেছেন রাম মন্দির নির্মাণ-ই ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতা দিবস এনেছে। এই কথা বলার অর্থ ১৫ ই আগস্ট এর মহৎ স্বাধীনতা দিবসকে এবং দেশের স্বাধীনতা সংগ্রামীদের চুড়ান্ত ভাবে অপমানিত করা। ভারতের জাতীয় কংগ্রেস তাঁকে ধিক্কার জানিয়েছে। AICC এবং PCC র নির্দেশ মোতাবেক আজ ২০.০১.২০২৫ সোমবার জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বীরভূমের ময়ূরেশ্বর, ইলামবাজার, বোলপুর সহ জেলার বিভিন্ন এলাকায় তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে পথ সভা অনুষ্টিত হয়। ময়ূরেশ্বরে এমন সভায় ধিক্কার জানিয়ে বক্তব্য রাখেন বীরভূম জেলা কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা। এছাড়া উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর -১নং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি পার্বতী কুমার চৌধুরী, জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল, ময়ূরেশ্বর -১নং ব্লক কংগ্রেস sc/st সেলের চেয়ারম্যান ধীরেন দলুই প্রমুখ নেতৃবৃন্দ। এদিকে ইলামবাজারেও মোহন ভাগবতের এই বক্তব্য অসাংবিধানিক এবং দেশদ্রোহীতার কারণে নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে ব্লকের কংগ্রেস অফিসের সামনে মোহন ভাগবতের কুশপুত্তলিকা দাহ করা হয়। উপস্থিত ছিলেন ব্লকের কার্যকরী সভাপতি শেখ নাজিমুদ্দিন কংগ্রেসের শ্রদ্ধানন্দ মুখোপাধ্যায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *