
শম্ভুনাথ সেনঃ
“গল্পকথা’র” উদ্যোগে ‘ষষ্ঠ গল্প উৎসব’ ১৯ জানুয়ারী সাড়ম্বরে অনুষ্ঠিত হলো বীরভূমের সদর সিউড়ির শ্রীরামকৃষ্ণ সভাগৃহে। উপস্থিত ছিলেন ড.পার্থসারথি মুখোপাধ্যায়, নারায়ণপ্রসাদ ভট্টাচার্যের মতো জেলার খ্যাতনামা সাহিত্যিকরা। লেখক ও গবেষক সোমনাথ মুখোপাধ্যায় এদিন সমরেশ বসুর জন্মশতবর্ষ নিয়ে আলোকপাত করেন।
জেলার বিশিষ্ট কবি, ছড়াকার আশিসকুমার মুখোপাধ্যায়কে এবারের “গল্পকথা সম্মাননা” প্রদান করা হয়। হাতে তুলে দেওয়া হয় মানপত্র ও স্মারক সম্মাননা।

সাহিত্যিক অজয় আচার্যকে এদিন অনুষ্ঠানের পক্ষ থেকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। প্রকাশিত হয় শ্রীকান্ত অধিকারী ও সুব্রত নাগের যুগ্ম সম্পাদনায় “গল্পকথা”র গল্প। এই পত্রিকায় ২৫ জনের গল্প ও গল্প বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এদিন বড়দের পাশাপাশি ছোটরাও গল্প পাঠে অংশ নেয়। শ্রীনীলা অধিকারী,ঔর্বাগ্নী বিশ্বাস,শরণ্যা ধরের গল্প সকলের নজর কাড়ে। তাছাড়া গল্প পাঠে অংশ নেন অধ্যাপক রাজরাজ মুখোপাধ্যায়, সরোজ কর্মকার, বিনয় হাজরা, প্রভাত শিকদার, কুহেলি ব্যানার্জি, মধুমিতা সরকার, সব্যসাচী ধর প্রমুখ। নিখাদ গল্পের আড্ডায় কাটে সারাটি দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুস্মিতা অধিকারী ও সুশান্ত রাহা।
