
শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলা জুড়ে প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় গুলিতে চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আজ ২১ জানুয়ারী বীরভূমের কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। অন্তত তিন শতাধিক ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মশাল প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অর্কদ্যুতি এডুকেশন্যাল ট্রাস্টের চেয়ারম্যান অনিল চক্রবর্তী। উপস্থিত ছিলেন সিউড়ি ১ নম্বর ব্লকের বিডিও গৌতম মণ্ডল, সিউড়ি -১নং পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রজিৎ মণ্ডল, উচ্চ মাধ্যমিক পরীক্ষার জয়েন্ট কনভেনার শিক্ষক অভিজিৎ নন্দন, রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার দাস, কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল এন্ড পাবলিক ইন্সটিটিউশনের শিক্ষক পার্থসারথি ঘোষ প্রমুখ।
মোট ২৬ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। খেলাধূলার পাশাপাশি পঠনপাঠনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির জন্য একাডেমিক ক্ষেত্রেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুজাতা দাস সাহা।

