
শম্ভুনাথ সেনঃ
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও বালি পাচার বন্ধ হয়নি বীরভূমে। তবে পুলিশি তৎপরতায় পাচারের আগেই বালি সহ ট্রাক্টর ধরা পড়ে সদাইপুরে। আজ ২১ জানুয়ারি ভোর রাত্রে গোপন সুত্রে খবর পেয়ে সদাইপুর থানার পুলিস ঐ বালি বোঝাই ট্রাক্টর সহ গাড়ির ড্রাইভারকে তাপাসপুর এলাকা থেকে ধরে ফেলে। ড্রাইভারের নাম সেখ হীরা, বাড়ি দুবরাজপুর ব্লকের খোয়াজ মহম্মদপুর। আজ তাকে সিউড়ি আদালতে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর।
ছবিঃ নিতাই চক্রবর্তী, চিনপাই বীরভূম।