বীরভূমের কড়িধ্যা হাইস্কুলে উদযাপিত হলো “জাতীয় শিশুকন্যা দিবস”

শম্ভুনাথ সেনঃ

আজ ২৪ জানুয়ারি। দিনটি জাতীয় শিশুকন্যা দিবস (National Girls Child Day) হিসেবে চিহ্নিত। ভারতীয় সমাজে যাতে মহিলারা বৈষম্যের শিকার না হন সেদিকে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে ২০০৮ খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এই দিনটি উদযাপনের সূচনা করেন। শিশু কন্যাদের শিক্ষা, পুষ্টি, বাল্যবিবাহ, আইনি অধিকার, চিকিৎসা ও সুরক্ষা ইত্যাদি বিষয়ে সচেতন করা দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য। বীরভূম জেলা আইনী পরিষেবা দপ্তরের সহায়তায় আজ ২৪ জানুয়ারী কড়িধ্যা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে “জাতীয় শিশুকন্যা দিবস” পালিত হয়। এই বিশেষ শিবিরে আজ উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা দপ্তরের সচিব তথা বিচারক নিরুপমা দাস ভৌমিক, জেলা আইনি পরিষেবা দপ্তরের পার্শ্ব সহায়ক মহম্মদ রফিক প্রমুখ।বাল্যবিবাহের কুফল, বাল্যবিবাহের ফলে সরকারী বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হবার কথা, মেয়েদের আইনি অধিকার কি এবং আইনের অধিকার রক্ষার জন্য করণীয় কর্তব্যগুলি কি কি এবং নিঃখরচায় কিভাবে আইনি পরিষেবা পাওয়া যায় জেলা পরিষেবা দপ্তরের সচিব সুন্দরভাবে শিক্ষার্থীদের সামনে তা তুলে ধরেন। প্রশ্নোত্তরের মাধ্যমে এই শিবিরের সমাপ্ত ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *