৪০ তম চক্রস্তর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বীরভূমের দুবরাজপুরে

শম্ভুনাথ সেনঃ

উৎসাহ উদ্দীপনায় বীরভূমের দুবরাজপুর চক্র স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ ২৫ জানুয়ারি বীরভূমের দুবরাজপুর পুরসভার রঞ্জনবাজার স্টেডিয়ামে। দুবরাজপুর পুরসভা ছাড়াও লক্ষ্মীনারায়ণপুর, চিনপাই, বালিজুরি, গোহালিয়ারা এবং পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের ৮৫ টি স্কুলের পড়ুয়া প্রতিযোগিদের মোট সংখ্যা ছিল-১৯০ জন। মশাল দৌড় ও ক্ষুদ্র সাংস্কৃতিক অনুষ্ঠান ও পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার শুভ সূচনা করেন ক্রীড়া কমিটির সভাপতি তথা অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ।

উল্লেখ্য এদিন গতবারের রাজ্যস্তর প্রতিযোগিতায় যোগা পারদর্শী বক্রেশ্বর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ঋষিকেশ বাগ্দীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীযূষ পাণ্ডে,উপ পুরপ্রধান মির্জা শওকত আলী, অধ্যাপক ড. রবিন ঘোষ সহ অন্যান্য কাউন্সিলর বৃন্দ। মোট ৩৪ টি ইভেন্ট হয় প্রতিযোগিতা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার সহ সার্টিফিকেট প্রদান করা হয়। প্রথম স্থানাধিকারীরা আগামী ৩০-৩১ জানুয়ারি মহকুমা স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে খয়রাশোলের নাকড়াকোন্দা হাইস্কুলের ফুটবল ময়দানে।এদিন সমগ্র খেলাগুলির বিচারকদের দায়িত্বে ছিলেন বিভিন্ন হাইস্কুলের ক্রীড়া শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *