
দীপককুমার দাসঃ
আজ শনিবার সন্ধ্যায় কলাকেন্দ্রম অঙ্কন শিক্ষা কেন্দ্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে চিত্র প্রদর্শনীর। সিউড়ির সমন্বয় পল্লীর দিশারী ক্লাবে দুদিনের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রায় শতাধিক শিক্ষার্থীর আঁকা ছবি দিয়েই এই প্রর্দশনী। প্রোট্রেড, ল্যান্ডস্কেপ, স্কেচ সহ বিভিন্ন ধরনের ছবি এঁকে ক্যানভাস ভরিয়ে দিয়েছেন চিত্র শিল্পীরা। কলাকেন্দ্রম অঙ্কন শিক্ষা কেন্দ্রের কর্ণধার পিন্টু কর্মকার জানান, এই সংস্থার ৩০তম বর্ষপূর্তি উপলক্ষে এই চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শতাধিক ছাত্র ছাত্রী তাদের মনের ভাবনাকে ফুটিয়ে তুলেছে ক্যানভাসে। তাদের আঁকা ছবি দিয়েই দুদিনের চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।