শ্রদ্ধেয় পীর সাহেবের প্রয়াণে জেলা জুড়ে শোকের ছায়া

মহঃ সফিউল আলমঃ

চন্দ্রপুর থানার গাঁইসাড়ার খানকা এ বোখারিয়ার পীরসাহেব হজরত সৈয়দ নুরুল হোসেন বোখারী শনিবার বেলা ১১ টা নাগাদ প্রয়াত হন৷ শ্রদ্ধেয় প্রবীণ এই পীরসাহেবের প্রয়াণের খবর ছড়িয়ে পড়তে এলাকায় তথা বীরভূম জেলা জুড়ে নেমে আসে শোকের ছায়া৷ শুধু তাই নয়, জেলা, রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভক্ত, অনূরাগীরাও শোক জ্ঞাপন করেন৷ বিভিন্ন জালসার মঞ্চে, ধর্মীয় অনুষ্ঠানে পীর সাহেব নুরুল সাহেবকে ও তাঁর পুত্র ছোট পীর সাহেব সৈয়দ সঈফুল হোসেন বোখারী সাহেবকে বহু সময় উপস্থিত থাকতে লক্ষ্য করা গিয়েছে৷ অনুগামীদের কথায়, সদ্য প্রয়াত পীর সাহেবকে আর মঞ্চে দেখা যাবেনা৷ স্বভাবতই দুঃখের আবহ ভক্তদের মাঝে৷ তিনি এলাকার একজন প্রবীণ, অভিজ্ঞ, বিচক্ষণ শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন৷ নানা সামাজিক কর্মে লিপ্ত থাকতে ভালোবাসতেন৷ গাঁইসাড়ার মাজারের উন্নয়নে তাঁর ভাবনা পরিকল্পনা প্রশংসার দাবি রাখে৷ এলাকায় শান্তি বজায় রাখার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অপরিসীম৷ এহেন একজন বিদগ্ধ শান্তিকামী মানুষকে হারিয়ে শোকাচ্ছন্ন পুরো এলাকা৷ ২০ জুন সকাল ১০ টায় জানাজা ও তারপর মাটি হবে বলে জানা গিয়েছে৷ পীর সাহেবের প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন বহু বিশিষ্ট মানুষ, সুধীবৃন্দ প্রমুখ৷ তাঁদের প্রতিক্রিয়া, ‘এলাকা তথা জেলা একজন বিদগ্ধ শান্তিকামী মানুষকে হারালো৷ আমরা ব্যথিত, মর্মাহত৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *