
বিপিন পালঃ
তৃনমূল কংগ্রেস সুপ্রীমো মাননীয়া মমতা ব্যানার্জীর অনুপ্রেরনায়, বীরভূম জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল ও জেলা সাাধারন সম্পাদক সুদীপ্ত ষোষের নির্দেশ মতো আগামী গ্রাম পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে দলকে চাঙ্গা করতে, কর্মীদের মনোবল বাড়াতে, সাাধারন মানুষের সাথে নিবিড় সম্পর্ক গড়ার যে নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনসেবামূলক তথা উন্নয়নমূলক প্রকল্পগুলি জনসাধারণের কাছে তুলে ধরার যে নির্দেশ দেওয়া হয়েছে তারই পরিপ্রক্ষিতে ১৮ জুন, শনিবার খয়রাশোল অঞ্চল তৃনমূল কংগ্রেসের তরফ থেকে খয়রাশোল পঞ্চায়েতের ৮ টি বুথের প্রতিটি বুথ থেকে ৬০ জন করে পুরুষ তৃনমূল কর্মী ও ৪০ জন করে মহিলা তৃনমূল কর্মীদের নিয়ে খয়রাশোল সেচ দপ্তর মাঠে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।কর্মীসভায় প্রচুর মহিলা তৃনমূল কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। মঞ্চে উপস্থিত তৃনমূল নেতৃত্বরা কর্মীদের উদ্যেশ্যে বলেন আপনারা সাাধারন মানুষের পাশে থাকুন, মানুষই সব, নেত নয়, দিদি সাজুন দাদা সাজুন, মা সাজুন, বাবা সাজুন সাধারন মানুষের সাথে আত্মীয়তা গড়ুন, মানুষের সেবা করুন। যারা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত আছেন তারা যাতে সরকারি পরিষেবা পায় সেদিকে লক্ষ্য রাখুন। আজকের কর্মী সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র কুটীর শিল্প ও বিপনন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলা তৃনমূলের সাধারণ সম্পাদক সূদীপ্ত ঘোষ, জেলা যুব তৃনমূলের সভাপতি দেবব্রত সাহা, জেলা পরিষদ সদস্যা আঁখি অধিকারী, জেলা এস সি এস টি সেলের সভাপতি নবগোপাল বাউরী, খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন অধিকারী, দুবরাজপুর পৌরসভার পৌরপিতা পীযূষ পান্ডে, উপ পৌরপিতা মির্জা সৌকত আলি, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, সহ সভাপতি অসীমা ধীবর, খয়রাশোল অঞ্চল সভাপতি দয়াময় গোপ সহ অঞ্চলের বুথ সভাপতি, কনভেনরেরা ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব ছাড়াও মহিলা ও পুরুষ তৃনমুল কর্মীরা। সভা শুরুর আগে দলীয় পতাকা উত্তোলন করা হয় ও উপস্থিত নেতৃত্বদের বরণ করা হয়।

