
শম্ভুনাথ সেনঃ
গোদ রোগ বা ফাইলেরিয়া একপ্রকার পরজীবী গঠিত রোগ।সারা ভারতবর্ষে “ফাইলেরিয়া” রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই ফাইলেরিয়া রোগের লক্ষণ, সংক্রমণ এবং বর্তমান চিকিৎসা সম্পর্কে পড়ুয়াদের সচেতনতার উদ্দেশ্যে আজ ২৭ জানুয়ারী কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল অ্যাণ্ড পাবলিক ইনস্টিটিউশনের উদ্যোগে এবং সিউড়ি ১ নম্বর ব্লক স্বাস্থ্য কর্মীদের সহায়তায় একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এই রোগ কিভাবে ছড়ায় এবং তার প্রতিকার ও প্রতিরোধ বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন স্বাস্থ্য কর্মীরা। প্রত্যেক ছাত্র-ছাত্রীদের ফাইলেরিয়া রোগ নির্মূল করার জন্য অঙ্গীকার পত্র পাঠ করা হয় এবং তাদের ঔষুধ খাওয়ার জন্য উৎসাহ প্রদান করা হয়। কড়িধ্যা যদুরায় হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনী কান্ত সাহা স্বাস্থ্য বিভাগের এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এভাবে এই আলোচনা সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারলে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ থেকে একদিন ফাইলেরিয়া মুছে যাবে বলে তিনি আশাবাদী। উল্লেখ্য, বীরভূমে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে MDA (মাস ড্রাগ এডমিনিস্ট্রেশন) প্রচার অভিযান চালানো হবে।
