
শম্ভুনাথ সেনঃ
প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে উৎসাহ উদ্দীপনায় বীরভূমের ইলামবাজার চক্র স্তরের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বীরভূমের জয়দেব কেন্দুলির রামপুর মাঠে। আজ ২৭ জানুয়ারি জয়দেব কেন্দুলির রামপুর মাঠে সকাল থেকেই শুরু হয় বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সম্মানীয় অতিথি বর্গ। ইলামবাজার ব্লকের ৫ টি পঞ্চায়েতর প্রাথমিক বিদ্যালয়ের ১৭০ জন স্কুল পড়ুয়া প্রতিযোগি মোট ৩৪টি ইভেন্টে খেলায় অংশগ্রহণ করে। মশাল দৌড় ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়াপতাকা উত্তোলনের মাধ্যমে খেলার শুভ সূচনা করেন ইলামবাজার ব্লকের বিশিষ্ট সমাজসেবী ফজলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের মৎস্য ও প্রাণীর সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ রবি মুর্মু, জয়দেব গ্রাম পঞ্চায়েত প্রধান বুম্বা রুইদাস সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। মোট ৩৪ টি ইভেন্ট হয় প্রতিযোগিতা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার সহ সার্টিফিকেট প্রদান করা হয়। প্রথম স্থানাধিকারীরা আগামী ৩০-৩১ জানুয়ারি মহকুমা স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে নানুর হাইস্কুলের ফুটবল ময়দানে।এদিন সমগ্র খেলাগুলির বিচারকদের দায়িত্বে ছিলেন বিভিন্ন হাইস্কুলের ক্রীড়া শিক্ষকরা।

