
শম্ভুনাথ সেনঃ
প্রাণী কল্যাণ পক্ষ উদযাপনের অংশ হিসাবে আজ ৩০জানুয়ারি বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মিটিং হলে একটি সেমিনারের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী কল্যাণ দপ্তর এবং স্থানীয় গুসকিরা বারডস্ সমিতির সহযোগিতায় এই সেমিনারে প্রাণী কল্যাণ সম্পর্কিত বিভিন্ন দিক ও আইন সম্পর্কে আলোকপাত করা হয়। উক্ত সেমিনারে মালিক বিহিন প্রাণীদের উপর অত্যাচার, নির্যাতন আটকানো ইত্যাদি বিষয় নিয়ে সরকারি বিভিন্ন আইন ও আদেশনামা তুলে ধরেন ব্লকের প্রাণী চিকিৎসক ডাঃ অচিন্ত্য মহান্তি, ডাঃ অনুপ সিংহ, ডাঃ রহমত আলী প্রমুখ। ভারত সরকার নিবন্ধিত গুসকিরা বারডস্ সমিতির সভাপতি আশিস সেন এদিন পশু কল্যাণে কিভাবে সমিতির কাজকর্ম এগিয়ে চলেছে সেই বক্তব্য তুলে ধরেন। উপস্থিত ছিলেন ব্লকের অন্তত ৬০ জন পশুপ্রেমী মানুষজন।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম