
সনাতন সৌঃ
উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই উপলক্ষে এদিন দুপুরে পারিতোষিক বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান রুপালি দাস, পরিচালক কমিটির সভাপতি সঞ্জিত রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় মন্ডল, প্রাক্তন উপপ্রধান মোক্তার হোসেন খাঁ প্রমুখ। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী গণেশ রায়। প্রদীপ প্রজ্জ্বলনের পর অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা। স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ পাত্র। ছাত্রছাত্রীদের পরিবেশিত নাচ গান ও নাটক বেশ জমজমাট হয়ে ওঠে। এরপর রাজ্য সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীদের সার্বিক শিক্ষার উন্নয়নের যে পরিকল্পনা গ্রহণ করেছে সে বিষয়ে মূল্যবান বক্তব্য বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি আরও বলেন, মেয়েদের সার্বিক কল্যাণ সাধনের জন্য কন্যাশ্রী, সাইকেল বিতরণ সহ অন্যান্য সুযোগ সুবিধা করে দিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচি রাজ্যজুড়ে চলছে। পরিশেষে কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক জয়ন্ত মুখার্জি।
