
উত্তম মণ্ডলঃ
বীরভূমের রাজনগরে সীমান্তবর্তী জঙ্গল থেকে আজ বৃহস্পতিবার সকালে চারটি তাজা বোমা উদ্ধার করলো রাজনগর থানার পুলিশ। রাজনগর থানার অন্তর্গত বাবুপুর গ্রাম সংলগ্ন ঝাড়খন্ড সীমান্তবর্তী একটি জঙ্গলের মধ্যে বালতিতে বোমা রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় রাজনগর থানার পুলিশ। রাজনগর থানার ওসি ঝুমুর সিনহার নির্দেশে তড়িঘড়ি সেখানে রাজনগর থানার এ এস আই সুনীল মুর্মু সহ অন্যান্য পুলিশ কর্মীরা পৌঁছান। গিয়ে দেখা যায় বালতির মধ্যে চারটা তাজা বোমা রয়েছে। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখে। পরে বোম্ স্কোয়াডকে খবর দেওয়া হলে বোম্ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেন। বোমাগুলি কিভাবে সেখানে এলো, তার তদন্ত শুরু করেছে রাজনগর থানার পুলিশ।
