
শম্ভুনাথ সেনঃ
বাল্যবিবাহ আজও এক সামাজিক অভিশাপ এবং প্রতিবন্ধকতা। বাল্যবিবাহ রোধ করার উদ্দেশ্যে সচেতনতা বাড়াতে আজ ৬ ফেব্রুয়ারি বীরভূমের মুরারই ১ নম্বর ব্লকের মুক্তমঞ্চে বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় স্কুল কলেজের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকা এবং সমাজ সচেতন মানুষজন এই কর্মশালায় অংশগ্রহণ করে। সেই সঙ্গে এই একই মঞ্চ থেকে টিবি বা যক্ষা রোগ প্রতিরোধে বিসিজি টিকা প্রদান করা হয়। মূলত ৬০ উর্ধ্ব বয়সী সেই সঙ্গে যারা সুগার এবং প্রেসারে রোগী তাদেরকে এই টিকা নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছেন মুরারই এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অভিজিৎ মণ্ডল। তিনি জানিয়েছেন এছাড়া ১৮ উর্ধ্ব সব বয়সী মানুষ এই টিকা গ্রহণ করতে পারেন। এদিন এই প্রোগ্রাম মঞ্চে স্বাস্থ্য দপ্তর প্রদত্ত টিকা গ্রহণ করেন স্থানীয় বিডিও বীরেন্দ্র অধিকারী এবং তাঁর স্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও বীরেন্দ্র অধিকারী, বি এমওএইচ ডাঃ অভিজিৎ মণ্ডল, মুরারই এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা সহ ও মুরারই থানার আধিকারিকরা।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম