
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সাঁইথিয়ায় গোপীনাথ মন্দির উদ্বোধনে উপস্থিত ছিলেন এসআরডি এর চেয়ারম্যান তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। ৫ ফেব্রুয়ারি বিকালে বীরভূমের সাঁইথিয়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের গোপীনাথ মন্দির চত্বরে এসে উপস্থিত হন। প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন করে মন্দিরের সামনে নারকেল ফাটিয়ে এই মন্দিরের শুভ উদ্বোধন করেন তিনি। এই মন্দিরের শুভ উদ্বোধনে এসে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের হাতে সাঁইথিয়া পৌরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেন চাঁদীর তৈরি কৃষ্ণের বাঁশি। প্রসঙ্গত কিছুদিন আগেই বীরভূমের নানুরে বীরভূম জেলা পরিষদের সভাধিপতির ফায়জুল হকের মাথায় পড়িয়ে দেওয়া হয় রুপোর মুকুট। আর এদিন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হয় রুপোর তৈরি কৃষ্ণের বাঁশি।