
শম্ভুনাথ সেনঃ
দীর্ঘ ২৭ বছর পর দিল্লির মসনদ দখল করল বিজেপি। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়লাভে আনন্দে আত্মহারা বঙ্গ বিজেপি। আজ বীরভূম জেলা সদর সিউড়ির দলীয় কার্যালয়ে ব্যান্ড বাজিয়ে গেরুয়া আবির খেলায় উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকরা। নেতৃত্ব দেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। দিল্লির এই ফলাফল থেকে আগামী ২০২৬ শে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গেও তৃণমূল সরকারের পরিবর্তন হবে বলে তারা আশাবাদী। গত ৫ ই ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ ৮ ফেব্রুয়ারি ঘোষণা হয় ফলাফল। মোট ৭০ টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে বিজেপি। অন্যদিকে এখানে জাতীয় কংগ্রেস খাতা খুলতে পারেনি। উল্লেখ্য, ১৯৯৮ সালে দিল্লিতে শেষ বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। এবার দিল্লিতে গেরুয়া সাইক্লোন। হেরে গেছেন আম আদমি পার্টির স্বয়ং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার বিজেপির এই বিরাট সাফল্যে ঢাক ঢোল বাজিয়ে সারাদেশ জুড়ে উল্লাসে মেতে ওঠে ভারতীয় জনতা পার্টি। গেরুয়া আবির মেখে সেই উল্লাসে সামিল বীরভূম বিজেপির দলীয় সংগঠন।
