প্রাথমিক পড়ুয়াদের নিয়ে ৪০ তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বীরভূমের সিউড়িতে

শম্ভুনাথ সেনঃ

টানটান উৎসাহ আর উদ্দীপনায় প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ৪০ তম বীরভূম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বীরভূমের সদর সিউড়ির বেনীমাধব হাইস্কুল ক্রীড়াঙ্গনে। ৭-৮ফেব্রুয়ারি অনুষ্ঠিত দুদিনের এই প্রতিযোগিতায় জেলার সিউড়ি, রামপুরহাট, বোলপুর তিনটি মহকুমা স্তরের প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী প্রতিযোগীদের নিয়ে আজ ৮ ফেব্রুয়ারি ৩৪ টি ইভেন্টে মোট ১৮৯ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে।

আগামী ২৮ ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ দুদিন ধরেই রাজ্যস্তর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পশ্চিম মেদিনীপুরের শালবনি স্টেডিয়ামে। এদিন চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সাঁইথিয়ার বিধায়ক লীলাবতী সাহা, প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি ডঃ প্রলয় নায়েক প্রমুখ।

৩২টি চক্রের ক্রীড়াপতাকা উত্তোলিত হয়। জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকা এবং বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন মঞ্চের মূল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলার বিশিষ্ট নাট্যকর্মী সুব্রত ঘটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *