
শম্ভুনাথ সেনঃ
পড়াশুনার পাশাপাশি শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। টানটান উৎসাহ আর উদ্দীপায় বীরভূমের দুবরাজপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত “পণ্ডিতপুর ব্রততীর্থ ইন্সটিটিউশনে’র” কচি-কাঁচাদের নিয়ে বিদ্যালয় সংলগ্ন মাঠে আজ ১০ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিস্কুট দৌড়, আলু দৌড়,অঙ্ক দৌড় ইত্যাদি প্রতিযোগিতায় শতাধিক খুদে প্রতিযোগীরা অংশগ্রহণ করে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়ব্রত মহাতা।


এদিন পড়ুয়াদের পাশাপাশি অভিভাবিকাদের জন্য অনুষ্ঠিত হয় মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, শিক্ষক রবিলাল দে, সাবির খান প্রমুখ। অন্তরা বাউরি, রাকিব খান কুন্দন সাহা, আলিয়া খাতুন,সেখ গিয়াসউদ্দিন এমন সব খুদে প্রতিযোগীরা অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। তুলে দেওয়া হয় স্মারক সহ শংসাপত্র।

