
শম্ভুনাথ সেনঃ
কৃষিনির্ভর বীরভূম। ৭০ শতাংশ মানুষের জীবন জীবিকা কৃষির উপর নির্ভরশীল। ইদানিং সময়ে কৃষিতে যান্ত্রিকীকরণ প্রকল্প শুরু হয়েছে। ফলে আগের থেকে কৃষিতে উৎপাদন বেড়েছে বহুগুণ। চাষিরা দেখতে পাচ্ছেন লাভের মুখ। কৃষিতে কৃষকদের আরো স্বনির্ভর করতে সরকারি ভর্তুকিতে কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে নানা কৃষি যন্ত্রপাতি। আজ ১০ ফেব্রুয়ারি মুরারই ব্লক কৃষি দপ্তর থেকে এলাকার চাষীদের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়। ট্রাক্টর, রুটার, থ্রেসার স্ট্রবেলার, সুপারসিডার এমন সব কৃষি যন্ত্রপাতি ২২ জন কৃষকের হাতে তুলে দেওয়া হয়। এ তথ্য জানিয়েছেন ব্লকের সহ কৃষি অধিকর্তা অনুপম হালদার। কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান, মুরারই এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা প্রমুখ।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম