বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, লোকপুর থানার

সেখ রিয়াজুদ্দিনঃ

১৯ জুন, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও লোকপুর থানার ব্যবস্থাপনায় স্থানীয় থানা এলাকার অসহায় দুস্থ ব্যাক্তিদের চিকিৎসার্থে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় থানার নতুন ভবন চত্ত্বরে। শঙ্কর নেত্রালয় থেকে চিকিৎসকরা এসে চক্ষু পরীক্ষা করেন। পুরুষ ও মহিলা সহ মোট ২৫০ জন শিবিরে চক্ষু পরীক্ষা করান। যার মধ্যে ৭২ জনকে ছানি অপারেশন করার জন্য চিহ্নিত করা হয়। এদেরকে পুলিশের গাড়ি করে অন্যত্র ছানি অপারেশন করিয়ে আনা হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় চশমা সহ অন্যান্য সহায়তা প্রদান করা হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি বোলপুর সুরজিৎ কুমার দে, ডিএসপি হেডকোয়ার্টার মোহতাসিম আকতার, লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন অধিকারী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান এডিশনাল এসপি বোলপুর সুরজিৎ কুমার দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *