সেখ রিয়াজুদ্দিনঃ
জেলার বুকে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত তরুণ তুর্কি মোশারফ হোসেন। তার ১৯ তম জন্মদিন পালন করল অন্য ভাবনায়, ভিন্ন আঙ্গিকে। বুধবার রক্তদান শিবিরের মাধ্যমে সমাজ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হল যুবসমাজের মধ্যে। জেলায় রক্তদান আন্দোলনের অগ্রনী সংগঠন বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেই সংগঠনের সদস্য মোশারফ হোসেন তার জন্মদিন পালন করলো রক্তদান শিবির করে। সিউড়ি সংলগ্ন কুখুডিহি ও শক্তিপুর গ্রামের দুটি ক্লাবের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সেই সাথে অন্য সামাজিক কর্মসূচি হিসেবে শিক্ষা বিষয়ক সচেতনতা ও বৃক্ষরোপন কর্মসূচী ও অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরের গুরুত্ব, থ্যালাসেমিয়া সচেতনতা সংক্রান্ত বিষয়ে সেমিনার করা হয়। এদিন রক্তদাতাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেয়া হয় এবং স্থানীয় অঞ্চলে বৃক্ষরোপণ করা হয়।শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি প্রিয়নীল পাল, সদস্য মোশারফ হোসেন সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখযোগ্য হল মোশারফ তার ১৮ বছরের জন্মদিন থেকেই ধারাবাহিকভাবে প্রতিটি জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে। মোশারফ জানায় যে, সামাজিক সংগঠনের সাথে যুক্ত হয়ে আমি মানুষের কাজ করার সুযোগ পেয়েছি। আঠারো বছর বয়স থেকেই আমি রক্তদান শিবিরের আয়োজন করে জন্মদিন উদযাপন করে আসছি। এই বছরও একই ভাবে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং সকলের জন্য বার্তা দিতে চাই যে, নিজেদের বিশেষ দিনে সামাজিক কর্মসূচির মাধ্যমে নিজেকে যুক্ত রাখা। এদিন রক্তদান শিবিরে মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করে। সিউড়ি ব্লাড ব্যাংকের পক্ষ থেকেও একই ভাবে ৫০ জনের হাতে গাছের চারা উপহার দেওয়া হয়। এছাড়াও বেশ কিছু শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।