বীরভূমের দুবরাজপুর ব্লকের কুখুটিয়া উচ্চ বিদ্যালয়ে “বিজ্ঞানে নারী ও মেয়েদের আন্তর্জাতিক দিবস” উদযাপন

শম্ভুনাথ সেনঃ

১১ ফেব্রুয়ারি দিনটি “International Day of Women and Girls in Science” হিসেবে পালিত হয়। বীরভূমের দুবরাজপুর ব্লকের কুখুটিয়া উচ্চ বিদ্যালয়ে এই দিনটি সাড়ম্বরে উদযাপিত হয়। যেসব নারীরা বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদান রেখেছে তাদের ছবি দিয়ে সাজানো হয় প্রদর্শনী হল। শুরুতেই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনিমেষ মিত্র। বিশেষ অতিথি রূপে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালামূল বক্স বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং এবং গণিতের ক্ষেত্রে আগামী দিনে ছাত্রীদের অংশগ্রহণকে উৎসাহিত করার কথা তাঁর বক্তব্যে তুলে ধরেন।

এদিন বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ফারজানা পারভীন বক্তব্যে তুলে ধরে বিজ্ঞান নিয়ে তার স্বপ্নকথা। অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুখুটিয়া গ্রামের ভূমিপুত্র তথা বিজ্ঞানী ডঃ বিশ্বজিৎ রুজ। অডিও ভিস্যুয়াল উপস্থাপনার মাধ্যমে ছাত্রীদের কাছে তিনি মূল বক্তব্য তুলে ধরেন। উল্লেখ্য, নারীরা আজও বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে। আগামী দিনে বিজ্ঞানে নারীর অবস্থান ও অবদান আরো শক্তিশালী হবে এমন আশা ব্যক্ত করে ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের শিক্ষক অভিজিৎ দে, অসীম ঘোষ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *