
শম্ভুনাথ সেনঃ
বিপুল পরিমাণ অ্যামোনিয়া নাইট্রেট বাজেয়াপ্ত করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। অবৈধভাবে অ্যামোনিয়া নাইট্রেট পাচার করার অভিযোগে লরির চালক ও খালাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বাজেয়াপ্ত করা হয়েছে ৩২০ বস্তা অ্যামোনিয়া নাইট্রেট। প্রত্যেক বস্তায় ৫০ কেজি করে মোট ১৬,০০০ কেজি অ্যামোনিয়া নাইট্রেট বোঝাই এই লরিটিকে গতকাল ১০ ফেব্রুয়ারি গভীর রাতে বীরভূমের রামপুরহাট থানার মুনসুবা মোড়ের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে আটক করে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অ্যামোনিয়া নাইট্রেট বোঝাই লরিটির গন্তব্য ছিল ঝাড়খণ্ড। বৈধ কাগজ বিহীন এই লরিটি রামপুরহাটের ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল। লরির চালক ও খালাসী এই ১৬ চাকার লরিতে অ্যামোনিয়া নাইট্রেট ভর্তি থাকা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারপরই পুলিশ অ্যামোনিয়া নাইট্রেট বোঝাই লরিকে বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করা হয় লরির চালক ও খালাসীকে। তবে কি উদ্দ্যেশে কোথায় এই বিপুল পরিমাণ অ্যামোনিয়া নাইট্রেট নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করছে রামপুরহাট থানার পুলিশ।
