
শম্ভুনাথ সেনঃ
অল্পের জন্য প্রাণে বেঁচেছে মা ও শিশু। তবে শর্ট-সার্কিটের দরুন বাড়ির টিভি, ফ্রিজ পুড়ে বহু ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন বাড়ির গৃহবধূ বীনা বেগম। বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের ঘুসকিরা গ্রামের সাদ্দাম হোসেনের বাড়ির উঠোনে ১১ হাজার ভোল্টের ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ে। অল্পের জন্য এক মহিলা ও তার বাচ্চা বেঁচে যায়। কিন্তু বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলো পুড়ে যায়। উল্লেখ্য বহু পুরাতন কাঠের ইলেকট্রিক পোল পরিবর্তন না করার কারণে পোল ভেঙ্গে এই বিপত্তি ঘটেছে। বহু আগে থেকেই বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে তারা সাংবাদিকদের জানান।
ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম